বীরভূম জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ ২০২৩ | Birbhum ASHA Karmi Recruitment 2023

Birbhum ASHA Karmi Recruitment 2023: বীরভূম জেলার বোলপুর মহকুমার অধীন লাভপুর ব্লক এবং ইলামবাজার ব্লকের বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 5টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ করা হবে|
আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। প্রার্থীদের আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া এবং আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হয়েছে।
Birbhum ASHA Karmi Recruitment 2023 Overview
নিয়োগ সংস্থা | Office of the Sub-Divisional Officer, Bolpur, Birbhum |
পদের নাম | আশা কর্মী |
মোট শূন্যপদ | ৫ টি |
স্থান | বোলপুর মহকুমা |
আবেদন শুরুর তারিখ | ১৩ মার্চ, ২০২৩ |
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ | ৪ এপ্রিল, ২০২৩ |
আবেদন মোড | অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | birbhum.gov.in |
Join Telegram | Telegram Group |
Read More: NWDA Recruitment 2023 Notification Released
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
- আবেদন শুরুর তারিখ: ১৩ মার্চ, ২০২৩
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৪ এপ্রিল, ২০২৩
বয়সসীমা (Age Limit)
সাধারন প্রার্থীর বয়স ০১/০৩/২০২৩ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সসীমার প্রমান পত্র হিসাবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড জন্ম সার্টিফিকেট এর স্ব-প্রত্যায়িত প্রতিলিপি অবশ্যই জমা করতে হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
ব্লকের নাম | মোট শূন্যপদ |
---|---|
ইলামবাজার | ১ টি |
লাভপুর | ৪ টি |
Read More: Air Force Agniveer Vayu Recruitment 2023 Notification
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Birbhum ASHA Karmi Recruitment 2023 তে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ন হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক ও মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোন বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা থাকবে না।
অন্যান্য যোগ্যতা
- কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক ডিক্রী মূলে বিবাহবিচ্ছিন্না মহিলারই আবেদন করতে পারবেন।
- আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শূন্যপদের পরিষেবার আওতাভুক্ত গ্রামের বাসিন্দা হতে হবে। প্রমানস্বরূপ প্রার্থীকে তার ভোটার কার্ড (EPIC) / রেশন কার্ড এর স্ব- প্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
Birbhum ASHA Karmi Recruitment 2023 তে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং আবেদন পত্র জমা দেওয়ার সময় যেসব ডকুমেন্টস দিয়েছেন সেই সব ডকুমেন্টসের অরিজিনাল গুলি ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে। Interview এর জন্য Interview Letter, Interview এর তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্বক যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে।
Read More: CRPF Constable Recruitment 2023 (Tradesman & Technical)
বেতন (Salary)
আশা কর্মীদের বেতন মাসিক 6000 টাকা।
আবেদন পদ্ধতি (Apply Process)
Birbhum ASHA Karmi Recruitment 2023 তে আবেদন করতে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর একটি মুখবন্ধ খামে আবেদনপত্রটি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে যে ডকুমেন্টস গুলো লাগবে
- জন্মতারিখের শংসাপত্র / মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- ভোটার কার্ড (EPIC) / রেশন কার্ড।
- মাধ্যমিক / সমতুল্য পরীক্ষার মার্কশিট।
- উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমানপত্র (তপশীলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য)।
- গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভরগোষ্ঠীর সদস্য / প্রশিক্ষণপ্রাপ্ত দাই / লিংক ওয়ার্কার এর প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। (একটি ফর্মে সাটা ও অন্যটি Self Addressed ধামের মধ্যে)।
- আবেদেনকারী নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত ঘাম ২২ টাকার ডাক টিকিট সহ (Self Addressed Envelop) উপরিউক্ত প্রমানপত্র গুলির সঙ্গে জমা দিতে হবে।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
আবেদনপত্র | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
Join Telegram | Telegram Group |
FAQs
পশ্চিমবঙ্গ আশা কর্মীদের মাসিক বেতন কত হয়?
পশ্চিমবঙ্গ আশা কর্মীদের মাসিক বেতন 6000 টাকা।
একজন আশা কর্মী হতে কি কি যোগ্যতা প্রয়োজন?
আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় বসতে হবে। কেবলমাত্র বিবাহিতা / বিধবা / আদালত কর্তৃক ডিক্রী মূলে বিবাহবিচ্ছিন্না মহিলারই আবেদন করতে পারবেন। এছাড়া, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট শূন্যপদের পরিষেবার আওতাভুক্ত গ্রামের বাসিন্দা হতে হবে।
আশা কর্মী হওয়ার জন্য কত বয়স হতে হবে?
৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর তপশীলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।